সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মোংলায় সিপিপির পক্ষ থেকে নবাগত ইউএনওকে সংবর্ধনা  

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি  

মোংলায় সিপিপির পক্ষ থেকে নবাগত ইউএনওকে সংবর্ধনা  

মোংলা উপজেলার নবাগত ইউএনও আফিয়া শারমিনকে মোংলা উপজেলা সিপিপির পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। 

গত ৩ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে মোংলার ইউএনও নিশাত তামান্নাকে দাকোপ উপজেলায় বদলী এবং তালার ইউএনও আফিয়া শারমিনকে মোংলার ইউএনও হিসেবে পদায়নের তথ্য জানানো হয়। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) মোংলা উপজেলা নিজস্ব অফিস মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা উপজেলা সিপিপির টিম লিডার আমিরুল ইসলাম রিপন। প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি ছিলেন মোংলা  উপজেলার নবাগত ইউএনও আফিয়া শারমিন। 

এ সময় উপস্থিত ছিলেন, মিঠাখালী ইউনিয়ন সিপিপি টিম লিডার মো. মনির খাঁন, সোনাইলতলা ইউনিয়ন সিপিপি টিম লিডার মো. মাহবুব মোল্লা, চিলা ইউনিয়ন সিপিপি ১নং ইউনিটের টিম লিডার অন্জন বিশ্বাস প্রমুখ। সভায় নবাগত ইউএনও বিভিন্ন আলোচনায় সকলে মিলে মিশে দেশের উন্নয়ন ও দেশের কল্যাণে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

টিএইচ